চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৫.৬৭ শতাংশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক করোনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৯৭ জন মহানগর এলাকার ও ৩২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলায় ৩১ হাজার ৩৪৩ জন। এছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫০ জনের মধ্যে ৭২৯ জন মহানগর এবং ৬২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
















