স্টাফ রিপোর্টার :
করোনার সংক্রমণ প্রতিরোধে ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে চট্টগ্রাম নগরের ২টি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নগরের মুরাদপুর এলাকার আয়োজন রেস্তোরাঁকে নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। অভিযানে জরিমানার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
















