বিনোদন ডেস্ক :
তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ দিন ধরে আড়ালে তিনি। গত দেড় বছর ধরে নিজেকে গুটিয়ে রেখেছেন পপি। এই সময়ে তার বিয়ে ও মা হওয়াসহ নানান গুঞ্জন শোনা গেছে। তবে কুলি খ্যাত নায়িকা আড়াল ভাঙেননি।
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এক ভিডিও বার্তা দিলেন পপি। সেখানে তিনি জানালেন, শিল্পী সমিতির বর্তমান কমিটির কাছে তিনি বহুবার অপমানিত হয়েছেন। তাকে সদস্যপদ বাতিল করার চিঠিও দেয়া হয়েছিল।
পপি বলেছেন, আমি মান-সম্মান বাঁচাতে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আপনাদের সামনে কথা বলবো এটা ভাবিনি। যদি পরিবেশ তৈরি হয় আবারও কাজে ফিরবেন বলেও জানান। সেজন্য অবশ্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান এই নায়িকা।
পুরো ভিডিওতে চলচ্চিত্রের পরিবেশ ফিরিয়ে আনতে কাঞ্চন-নিপুণের বিকল্প নেই বার বার বলেছেন পপি। বলে রাখা ভালো, ২০১৭ সালে প্রথমবার মিশা-জায়েদ পরিষদের হয়ে নির্বাচনে অংশ নেন পপি। সেবার নির্বাচনে ওই প্যানেলের জয়ের এই নায়িকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। কিন্তু কোনো এক অজানা কারণে একটা সময় নিজেকে গুটিয়ে নেন পপি। গতবারের নির্বাচনেও মিশা-জায়েদের বিপক্ষে কথা বলতে দেখা যায় তাকে। এবারও ঠিক নির্বাচনের আগে পপি এই ভিডিও বার্তা দিলেন।
















