নিজস্ব প্রতিবেদক :
ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল। আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তাদের অনশন ভাঙার প্রস্তাব দেন তিনি।
শিক্ষার্থীদের সাথে কথা বলতে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৪টায় ঢাকা থেকে সিলেট পৌঁছান ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। সিলেট পৌঁছেই সরাসরি চলে যান ক্যাম্পাসে। শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তারা।
ছাত্র-ছাত্রীরা পুরো ঘটনা খুলে বলার পর ড. জাফর ইকবাল তাদের জানান, সরকারের কাছে আন্দোলনের সঠিক তথ্য নেই। তিনি সরকারের কাছে প্রকৃত তথ্য তুলে ধরবেন। পরে তাদের অনশন ভাঙার প্রস্তাব দেন তিনি। শিক্ষার্থীরা বাকী অনশনকারীদের হাসপাতাল থেকে অনশনস্থলে আনার জন্য সময় চান।
আন্দোলনে সহায়তার জন্য ৫ সাবেক শিক্ষার্থীর গ্রেফতারের কথা শুনে জাফর ইকবাল আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে একটি খাম তুলে দিয়ে বলেন, এখন যেন তাকেও গ্রেফতার করা হয়।
















