এখন থেকে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মৃত্যু সনদও পাবেন নগরবাসী। আগে নগরীর ৪১ ওয়ার্ডের নাগরিকরা শুধুমাত্র সদরঘাটস্থ সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতাল থেকেই মৃত্যু সনদ পেতেন। একটি মৃত্যু সনদ পেতে ১ থেকে ২ সপ্তাহ লাগতো। এখন থেকে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে একদিনের মধ্যেই মৃত্যু সনদ পাবেন বলে জানান চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ ২৫ জানুয়ারি চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী এক সভায় এই সিদ্ধান্ত দেন।
এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী চট্টগ্রাম নিউজকে জানান, এখন থেকে নগরবাসী জন্ম নিবন্ধন সনদের মধ্যে মৃত্যু সনদও পাবেন ওয়ার্ড কার্যালয়ে।
আগে নগরীর ৪১ ওয়ার্ডে যারাই মারা যেতেন তাদের মৃত্যু সনদ দেয়া হতো শুধুমাত্র সদরঘাট মেমন জেনারেল হাসপাতাল থেকে। আজ থেকে নগরীর ৪১ ওয়ার্ডে জন্ম নিবন্ধন সনদের মতো মৃত্যু সনদও পাবেন নগরবাসী।
















