চট্টগ্রাম নিউজ ডেস্ক॥
২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ১১ বিভাগে ১৫ জন গুণী এবার এই পুরস্কার পাচ্ছেন।
এতে কথা সাহিত্য বিভাগে এবার পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
বিশ্বজিৎ চৌধুরী একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কলামলেখক ও সাংবাদিক, নাট্যকার, সমালোচক ও কিশোর সাহিত্যিক। যখন যেটা লিখেছেন সেটা অনন্য ও অসাধারণ হয়ে পাঠকের কাছে ধরা দেয়। প্রতিটি ক্ষেত্রেই সৃষ্টি করেছেন নতুন ধারা।
তাছাড়া কথাসাহিত্যে ঝর্না রহমান, আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর) এ পুরস্কার পেয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।
বিশ্বজিৎ চৌধুরী:
জন্ম ১৯৬০ সালে চট্টগ্রামে। শিক্ষা: বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেশা: সাংবাদিকতা। শিশুসাহিত্য দিয়েই লেখালেখি শুরু।
এ পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তাঁর। তন্মধ্যে রয়েছে : কাব্যগ্রন্থ : ১.তোমার প্রাণের জল, শ্যাওলা শরীরে ২.ও বন্যাপ্রবণ ৩.মাঠের ওপারে যাবে, লীলা? ৪.নির্বাচিত কবিতা; গল্পগ্রন্থ ১.বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প, ২.সম্ভ্রমহানির আগে ও পরে ৩. স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প ৪. দুধারি তলোয়ার ৫.সেরা দশ গল্প ৬.নির্বাচিত গল্প ; উপন্যাস : ১.তুমি কি ভালোবেসেছিলে? ২.একটি নিঃসঙ্গ তালগাছ ৩.নার্গিস ৪.বাসন্তী, তোমার পুরুষ কোথায় ৫.হে চন্দনা পাখি ৬.দূর-সম্পর্ক ৭.ফুটো; কিশোর গল্পগ্রন্থ : ১.লিন্ডা জনসনের রাজহাঁস ২.পাখির জন্য খোলা আকাশ ৩.ভূতের সঙ্গে পরির বিয়ে ৪.কিশোর গল্প, প্রবন্ধ/নিবন্ধ : ১.মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য ২.সমকালীন চট্টগ্রামের চালচিত্র ৩.শেরে বাংলা একে ফজলুল হক, গবেষণা: ১.কবি আহসান হাবীব : পরিণতির পরম্পরা।
















