বলিউড সুপারস্টার সালমান খানের বেশ কয়েকটি বাড়ি রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় তার একটি অ্যাপার্টমেন্ট ফাঁকা পড়ে আছে। সেটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভাইজান। ইতোমধ্যেই ভাড়াটিয়াও খুঁজে পেয়েছেন তিনি।
সালমানের বাড়ির ভাড়াটিয়ার নাম আয়ুস দুয়া। চুক্তিপত্র হয়ে গেছে। সেটি ১৪ তলায় অবস্থিত। ৭৫৮ বর্গফুটের। ৩৩ মাস পর্যন্ত ওই ব্যক্তি সালমানের বাড়িতে থাকতে পারবেন বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়। ভাইজানের বাড়িতে থাকার জন্য আগ্রিম ২ লাখ ৮৫ হাজার টাকাও দিয়েছেন সেই ব্যক্তিকে। এ ছাড়াও বাড়িটির মাসিক ভাড়া ৯৫ হাজার রুপি।
জানা গেছে, এ ছাড়াও মুম্বাইয়ে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে সালমান খানের, যেগুলোর কোনোটিতে একদিনও থাকেননি তিনি। মাকবা হাইটসের ১৭ এবং ১৮ তলায় রয়েছে ভাইজানের ওই ডুপ্লেক্স। কদিন আগে বান্দ্রার সেই বাড়িটিও ভাড়া দিয়েছেন ভাইজান। ডুপ্লেক্স ওই বাড়ি মাসে ৮ লাখ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে।
এদিকে বান্দ্রা শহরের প্রাণকেন্দ্রে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান। সেই ভবনের প্রথম তলায় বাবা, মাকে সঙ্গে নিয়ে তার বসবাস। পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করেন তিনি। তাই বিলাসবহুল বাংলো নয়, গ্যালাক্সির মতো সাদামাটা বহুতলকেই বেছে নিয়েছেন। প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’র আগে থেকেই তাঁর ঠিকানা এটি।
বলিউডের সুলতানের বহুতল বাড়ির সামনে অন্তহীন আরব সাগর। আর তার পাশেই ছোট একটা পার্ক। এই পার্কে রোজ ঠিক সকাল সাতটায় আসেন সালমানের বাবা লেখক সেলিম খান।
তারই উদ্যোগে এই পার্কে বসেন এক চিকিৎসক, যাঁর দরজা খোলা শুধু অসহায়-দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। সেলিম ও সালমান চিকিৎসকের পরামর্শমতো দুস্থ মানুষের চিকিৎসার জন্য অর্থ দেন।
















