আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ শাখাওয়াত উল্লাহ।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় সাথে ছিলেন ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নূরুল করিম রাশেদ, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ওয়াজেদ চৌধুরী অভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভেইল্যান্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোঃ সাইফ উদ্দিনসহ কর্মরত ডাক্তারবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে ডাঃ শাখাওয়াত উল্লাহ হাসপাতালে স্বাস্থ্য সেবা , চিকিৎসা প্রদান ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়।
















