কাজী জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে !
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউসার হোসেন, নির্বাহী মো: আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য সিঅং খুমী, তিং তিং ম্যা, সত্যহা পানজি ত্রিপুরা, লক্ষী পদ দাশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
আলোচনা সভায় বুদ্ধিজীবী হত্যায় রাজাকারদের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনায় করা হয়েছে!