এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, একটি অত্যাধুনিক বেসরকারী হসপিটাল যারা বন্দর নগরীতে অ্যাওয়েক ক্র্যানিওটমি, থোরাসিক এন্ডোভাসকুলার
অ্যাওর্টিক রিপেয়ার (টিইভিএআর) এর মতো জটিল চিকিৎসা পরিচালনার পাশাপাশি ধারাবাহিকভাবে চিকিৎসায় সফলতা নিশ্চিত করছে।
সম্প্রতি হসপিটালে বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর জন্য পাঁচজন নতুন ও অভিজ্ঞ চিকিৎসক যোগদান করেছে।
নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন, ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: তারিক বিন আব্দুর
রশিদ; ইএনটি, মাথা ও ঘাড় সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ কামাল; এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের
অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাহমুদুল কবির; হেপাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. মুশফিকুল আবরার; এবং
নিউরোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. এ এম সাফায়েত হোসেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর চৌধুরী বলেন, “এভারকেয়ার চট্টগ্রামের নবনিযুক্ত চিকিৎসকরা তাদের
চিকিৎসা পদ্ধতিতে বিশেষভাবে অভিজ্ঞ ও দক্ষ। তাদের অংশগ্রহণে চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষার্থে আরও
একধাপ এগিয়ে গেলো এভারকেয়ার চট্টগ্রাম।”
৪৯২,০০০ বর্গফুট জমির উপর নির্মিত, চিকিৎসা প্রতিষ্ঠানটিতে ৪৭০টি শয্যা, একটি ২৪/৭ ইমার্জেন্সি কেয়ার ইউনিট, টারশিয়ারি,
আইসিইউ, বিশেষ ও উপ-বিশেষ বিভাগ সম্পন্ন মডুলার ওটি-সহ সর্বোত্তম এয়ার ফিল্টারেশন ব্যবস্থা রয়েছে। সেইসাথে হাসপাতালের
অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম চিকিৎসা ব্যবস্থাপনার মান উন্নত করছে।
















