আওয়ামী লীগ সরকারের আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন মো. মুজিবুল হক। ৬৭ বছর বয়সে বিয়ে করে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিলেন।
বর্তমান সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনও তার পথ অনুসরণ করতে চলেছেন। বন্ধু-বান্ধব আর কাছের মানুষদের কাছে বিয়ে করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। ৬৬ বছর বয়সের এই রেলমন্ত্রীর জন্য চলছে উপযুক্ত পাত্রী অনুসন্ধান।
এ তথ্য নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নিজেই।
গণমাধ্যমেকে তিনি বলেন, জীবনের এই পর্যায়ে এসে অনুভব করছি সঙ্গীর প্রয়োজনীয়তা। সঙ্গী দরকার আমার। বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন। আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রী খোঁজা হচ্ছে।
মন্ত্রীর ঘণিষ্ঠরা জানান, নুরুল ইসলাম সুজন এরই মধ্যেই একজন আইনজীবীকে পছন্দ করেছেন। পারিবারিক পর্যায়ে চলছে কথাবার্তা।
রেলমন্ত্রীর পছন্দের তালিকায় একজন আইনজীবী রয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।
২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী, তিন সন্তানের জননী নিলুফার ইসলাম অসুস্থতায় ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভোটের পরদিন তার দাফন সম্পন্ন হয়। এরপর দীর্ঘদিন ধরে রেলমন্ত্রী সুজন একাই আছেন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের বিয়ে করার ইচ্ছের কথা চাওড় হয়ে গেছে। অনেকেই বলছেন, রেলের মন্ত্রী হলেই বোধকরি বিয়ে!