নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমুলক শান্তির দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশের শেষে কুশপুত্তলিকা দাহ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর এলাকা হয়ে আদালত সড়ক ঘুরে শাপলা চত্বর এলাকার মুক্ত মঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশের শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকায় আগুন লাগিয়ে কর্মসূচী শেষে হয়।
সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার বলেন, বিভিন্ন সময় পরিকল্পিত ভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রশিবির ও ছাত্রদল ক্যাডারদের স্বশস্ত্র হামলায় ছাত্রলীগ নেতাদের হত্যার রায় ঘোষনার দাবী জানান। একই সাথে বিএনপি ও দেশ বিরোধীরা মিলে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে সে ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ প্রস্তুত বলে হুশিয়ারী জানান ছাত্রলীগ নেতারা।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে এতে কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা, আহবায়ক কমিটি সদস্য অর্নব ত্রিপুরা টুটুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক ক্যজাই মারমা ও পৌর, ইউনিয়নের ছাত্রলীগে নেতাকর্মীরা এতে অংশ নেয়।