পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সনাক-টিআইবি পটিয়ার সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আজ বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, এস এম একে জাহাঙ্গীর ,আবুল খায়ের, সনাক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাংবাদিক আবদুর রাজ্জাক, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী প্রমুখ।
















