সুজন কুমার তঞ্চঙ্গ্যা :বিলাইছড়ি প্রতিনিধি :
বিলাইছড়িতে “আপনার অধিকার, আপনার দায়িত্ব” দূর্নীতিকে না বলুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মানববন্ধন শেষে শিল্প কলা একাডেমিতে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. রশ্মি চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া ও সদস্য সচিব সুদেব কুমার দাসসহ উপজেলার কর্মকর্তা ও জন প্রতিনিধী ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।