সালমান খান ও ভিকি কৌশল। এই দুটি নামের সঙ্গে যোগ হয়েছে ক্যাটরিনা কাইফ। কারণ একজন এই নায়িকার প্রাক্তন, অন্যজন বর্তমান প্রেমিক। সালমানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। দেখে বুঝার উপায় নেই তাদের মাঝে প্রেম-বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে।
আপাতত তারকা জুটি ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরে সরগরম বলিপাড়া। শুরু হয়ে গেছে বিয়ের আয়োজন। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মালাবদল করবেন তারা। কিন্তু তাদের মালা বদলের আগেই সালমান-ক্যাটরিনার মালা বদলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
গেলো ২৭ নভেম্বর ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে- ভিকির সঙ্গে নয়, সালমানের সঙ্গে সাত পাঁকে ঘুরেছেন ক্যাটরিনা। এ নিয়ে কোনোভাবেই চর্চা যেন কমছে না। ইনস্টাগ্রামে তাদের মালা বদলের সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ভাইজান’ খ্যাত অভিনেতার গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাটরিনা। অভিনেত্রী পরেছেন লাল শাড়ি, আর সালমান নীল রঙের পাঞ্জাবি। এ নিয়েই গুঞ্জন উঠেছে সালমান-ক্যাটরিনার চূড়ান্ত বিয়ের। তবে এ ভিডিওটি বাস্তব জীবনের নয়। অর্থাৎ, একটি সিনেমার শুটিং সেটের ভিডিও কেউ পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।
ক্যাটরিনা বলিউডে অভিষেক করেন সালমানের হাত ধরে। এরপর দু’জন প্রেম করেন। কিন্তু সেই সম্পর্কে ইতি টানেন নায়িকা। এরপর সম্পর্কে জড়ান রণবীর কাপুরের সঙ্গে। পাঁচ বছর পর সেই সম্পর্কেও বিচ্ছেদ হয়। তবে আপাতত বছর তিনেক ধরে ভিকির সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে অভিনেত্রীর। আর এখন তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা।
বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্যাটরিনা ও ভিকি। তবে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, গত ৭ ও ৮ ডিসেম্বর তাদের মেহেদি, সংগীত ও হলুদ অনুষ্ঠান হয়েছে। আর আজ (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়বেন তারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, ক্যাটরিনা ও ভিকির বিয়ের জন্য ১০০ কিলোগ্রাম ফুলের অর্ডার করা হয়েছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুর্গের ভেতর খোলা ময়দানে বিয়ে করবেন তারা। অতিথিদের জন্য ইতোমধ্যে তাবুর ব্যবস্থা করা হয়েছে। পুরো স্থানটিই ফুল দিয়ে সাজানো হয়েছে।
এদিকে করোনা মহামারির কারণে মাত্র ১২০ জন অতিথিকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন তারা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে অতিথিদের ফোন অথবা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
















