নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জুলধা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন উপজেলার জুলধা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের সমর্থক মো. আলী , একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদ, চেয়ারম্যান প্রার্থী মো.মুছা ও মেম্বার প্রার্থী নুরুল ইসলাম নুরু।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদের ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৭০ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
















