নিজস্ব প্রতিবেদক :
জনগণের ভালোবাসায় সিক্ত হলেন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রার্থী নোয়াব আলী।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে রাস্তার দু’ধারে বুধবার দুপর থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত হাজার হাজার ভক্তদের অপেক্ষা। বিশেষ করে যুবক শ্রেণির নোয়াব আলী ভক্তদের ছিল উপচেপড়া ভিড়। সবার লক্ষ্য বৈরাগ তথা আনোয়ারার গর্ব নোয়াব আলীকে এক নজরে দেখে তাঁকে অভিনন্দন জানানোর।
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে আ. লীগের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াব আলী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট করেন।
বুধবার বিকেলে নোয়াব আলী ঢাকা থেকে বিমানপথে চট্টগ্রামে পৌঁছান। নোয়াব আলীর আগমনের খবর শুনে সকাল থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকারযোগে, বিভিন্ন যানবাহনে নোয়াব আলী ভক্তরা বিভিন্ন এলাকা থেকে শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। অনেক অপেক্ষার পর নোয়াব আলী বিকেলের দিকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। এরপর বিশেষভাবে সজ্জিত নৌকাযোগে নদী পার হন। এরপর ভক্তদের আয়োজনে স্থাপিত মঞ্চে অপেক্ষমাণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
নোয়াব আলী বলেন,আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। জয়বাংলা- জয়বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।
















