নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারা বরুমছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দিতে এসে বিক্ষোভ সমাবেশ করেছেন বরুমছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন চৌধুরীর সমর্থকেরা। বুধবার দুপরে উপজেলা ময়দানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে উচ্ছ্বসিত নেতা–কর্মীরা আসছেন উপজেলা মাঠে। ঘণ্টাখানেকের মধ্যে মাঠভর্তি দেড় সহস্রাধিক নেতা–কর্মী। প্রিয় নেতা ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র জমা দিতেই এই আয়োজন। এ দৃশ্য বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা মাঠে দেখা যায়।
শাহাদাত হোসেন চৌধুরী জানান, আ.লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় বুধবার দুপুরে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
গত ৪ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরুমছড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন দেওয়া হয় মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে।এতে হতাশ হন শাহাদাত হোসেনের কর্মী-সমর্থকেরা। শাহাদাত হোসেন ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
স্থানীয় লোকজন জানান, শাহাদাত হোসেন চৌধুরী নতুন রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ পুরোনো রাস্তার সংস্কার করেছেন। ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছেন। এলাকার তরুণদের মাদক থেকে ফিরে আনতে বিভিন্ন ভাবে বিনোদনের ব্যবস্তা করে দিয়েছেন। প্রতিটি এলাকায় মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এইজন্যই আমরা শাহাদাত ভাইকে ছাড়া অন্য কোনো প্রার্থী চাই না।
বরুমছড়া ইউনিয়নের আবদুল করিম বলেন, শাহাদাত হোসেন চৌধুরী আমাদের এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে বরুমছড়া ইউনিয়নে স্বাধীনতার ৪৭ বছরেও যে উন্নয়ন হয়নি, শাহাদাত হোসেন চৌধুরী বিগত পাঁচ বছরে তা করেছেন।’
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘জনগণের সেবায় আমৃত্যু নিয়োজিত থাকতে কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের অনুরোধে ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হয়েছি।’
তফসিল অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।
















