কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২নং বড়উঠান ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কায় ভোট চান বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন।
আসন্ন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের (বর্তমান মেম্বার) সাজ্জাদ খান সুমন মোরগ মার্কা নিয়ে ২য় বারের মতো মেম্বার পদপ্রার্থী হয়েছেন।
তিনি এবারেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাকী সময়টা ওয়ার্ডবাসীর সেবক হয়ে থাকতে চান। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জন-সাধারণের কাছে আন্তরিক দোয়া ও ভোট চেয়েছেন।
জানা যায়, বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে মোরগ মার্কায় ভোট দিয়ে পূনরায় মেম্বার হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীরা জানান, সুমন মেম্বার একজন সৎ, নীতিবান ও যোগ্য মানুষ। গ্রামের উন্নয়নের চাকা আরও সচল রাখতে ও সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পূনরায় ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি মেম্বার হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। তাই এবারেও ৯নং ওয়ার্ডের কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পূনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
সুমন মেম্বার নিজ ওয়ার্ডের মানুষের পাশে সর্বদা থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে গেছেন। তিনি সবসময় ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতার কার্ড সহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। তিনি সরকারি বরাদ্দের পাশা-পাশি নিজ অর্থায়নে অনেক মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন।
এ ব্যাপারে সাতঘর পাড়া এলাকার আবুল কাসেম বলেন, বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন একজন সহজ-সরল সাদা মনের মানুষ। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন প্রতিহিংসা। সে একজন সৎ চরিত্র অধিকারীর মানুষ। আমাদের সুখে দুঃখে, বিপদ-আপদে সবসময় পাশে সুমন মেম্বার থেকেছে। তার দ্বারা সমাজের অনেক উন্নয়ন হয়েছে। সব সময় সে সাধারণ মানুষের উপকারে সর্বদা কাজ করে গেছে। তাই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আমাদের ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসাবে রুপান্তরিত করতে আগামী নির্বাচনে মোরগ মার্কায় ভোট দিয়ে আমরা তাকে আবারো জয়যুক্ত করবো ইনশা-আল্লাহ্।
জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী উল্লেখ করে সাজ্জাদ খান সুমন বলেন, আমি এবারও জয়ের ব্যাপার শতভাগ আশাবাদী। কারণ আমার একমাত্র শক্তি হচ্ছে ৯নং ওয়ার্ডের জনসাধারণ। গত নির্বাচনে ওয়ার্ডের সকল জন-সাধারণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি ৯নং ওয়ার্ড বাসীর কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবো।
তিনি আরও বলেন, আমি বিগত ৫ বছর ধরে মেম্বার ছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী এলাকার জনসাধারণের ভাগ্য উন্নয়নে যতটুকু পেরেছি ততটুকু কাজ করেছি। আমি বাকী জীবনেও ওয়ার্ডের মানুষের সেবক হয়ে থাকতে চাই। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার দৃঢ় বিশ্বাস এবারেও ৯নং ওয়ার্ডবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশা-আল্লাহ্। আমি আমার ৯নং ওয়ার্ডের সকলের কাছে মোরগ মার্কায় ভোট ও দোয়া চাই।
















