স্টাফ রিপোর্টার:
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন চতুর্থ ধাপে অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলার ৪ ইউপি নির্বাচনের ২১৯ প্রার্থী।
এর মধ্যে শিকলবাহা, চরলক্ষ্যা, বড়উঠান ও জুলধায় চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ১২টি মহিলা আসনে ৩৯ জন এবং ৩৬ টি সাধারণ ওয়ার্ডে ১৭০ জন প্রার্থী। ইতোপূর্বে বড়উঠান ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মোঃ সাইফুদ্দীন মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মোহাম্মদ দিদারুল আলম।
একই ইউনিয়নে সংরক্ষিত আসনে ১,২, ৩ ওয়ার্ডের প্রার্থী মোমেনা আক্তার নয়ন মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জোবাইদা আক্তার।
মঙ্গলবার উপজেলা হলরুমে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন শিকলবাহা-চরলক্ষ্যার রিটার্নিং অফিসার মকর চাকমা ও উপজেলা নির্বাচন অফিসার এবং বড়উঠান জুলধার রিটার্নিং অফিসার আব্দুল শুক্কুর।
শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ.লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আনারস।
চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলেমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম মিয়া( আনারস) , এটিএম হানিফ (মোটরসাইকেল), মোহাম্মদ আলী( চশমা), নাসির আহমেদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
জুলধা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ (আনারস),মো. মুছা (চশমা) প্রতীক পেয়েছেন।
পরে সংরক্ষিত ১২টি আসনে মহিলা মেম্বার পদে ৩৯ প্রার্থীর মধ্যে ১০ টি প্রতীক বরাদ্দ করা হয়।
প্রতীকগুলো হল- কলম,বক,ক্যামেরা, সাঁকো,তালগাছ, মাইক,জিরাফ,হেলিকপ্টার, বই,সূর্যমুখী ফুল।
এছাড়া ৩৬টি সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য বা মেম্বার পদে ১৭০ প্রার্থীর মধ্যে ১২টি প্রতীক বরাদ্দ করা হয়।
প্রতীকগুলো হচ্ছে- আপেল, টর্সলাইট,ক্রিকেট ব্যাট,ভ্যান গাড়ি,ঘুড়ি,বৈদ্যুতিক পাখা,টিউবওয়েল, মোরগ,পানির পাম্প, লাটিম, ফুটবল ও তালা ।
প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নিজ নিজ এলাকা বা ওয়ার্ডে ভোট প্রার্থনার জন্য প্রকাশ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার অফিসার আব্দুল শুক্কুর আচরণ বিধি মেনে সকল প্রার্থীদের প্রচার প্রচারণার অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।
















