ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির সঙ্গে যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সোমবার সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
চলমান এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি। কাঁদাপানিতে ভোগান্তি বেড়েছে পথচারী ও অফিসগামীদের। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া।
এ ছাড়া কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানীর ছিন্নমূল মানুষদেরও দুর্ভোগের শেষ নেই।
মিরপুর থেকে কারওয়ান বাজার যাবেন রবিউল নামে এক চাকরিজীবী। ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছেন না রবিউল। যে দু-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না।
ধানমণ্ডি থেকে যাত্রবাড়ী যাবেন শুকুর আলী। দীর্ঘসময় বাসের অপেক্ষা শেষে বাধ্য হয়ে উঠেছেন সিএনজিতে। শুকুর আলী বলছেন, কী করব ভাই, কতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকব? তাই অতিরিক্ত ভাড়ায় সিএনজিতে যেতে হচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এ ছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।
















