বাস সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে নগরীর খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে। এতে ঘটনাস্থলেই সিএমপির এক ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম। তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে দুটি সিএনজি ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’
জানা যায়, নাজিরহাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন আসছিল ডেমু ট্রেন। তার আগে অরক্ষিত ঝাউতলা সিগন্যালে ৭ নম্বর একটি বাস সেখানে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়৷
সেই ধাক্কায় আরেকটি সিএনজির সাথে লাগে৷ দুটি সিএনজিই রেল লাইনে উপড়ে পড়ে৷ এতে চট্টগ্রামুখী ডেমু ট্রেনটির সামনে পড়ে সিএনজি দুটি। সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মনির হোসেনসহ দুজন নিহত হয় ঘটনাস্থলেই৷ এছাড়া আহত হয়েছে অনেকেই।
















