নিজস্ব প্রতিবেদক :
নীলফামারী সোনারায়ে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাব। এসময় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। কাজ করছে বোমা নিষ্ক্রিয়কারী দল।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে র্যাবের গণমাধ্যম শাখার কমান্ডার এম এ মঈন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ নিয়ে পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিন সকাল থেকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি এলাকার একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়। র্যাব জানায়, ওই বাড়ির মালিক মৃত সুলতানের ভাগ্নে শরিফুলকে জঙ্গি সন্দেহে অভিযান শুরু হয়।
সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
















