নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের সাতদিন পর আকিব হাসান (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার হাইদগাঁও ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের টয়লেটের রিংয়ের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। আকিব পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে, তার নাম আমিনুল হক আমিন(২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে আকিব নিখোঁজ। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার বিকালে আশ্রায়ন প্রকল্পের ২২৩ নং ঘরের মালিক মোঃ রুবেল তার ঘর পরিষ্কার করতে গেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরের পেছনে টয়লেটের রিংয়ের ভেতর গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “আকিবকে হত্যা করে টয়লেটের রিংয়ের ভেতর ফেলে রেখেছিল। সাতদিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এই বিষয়ে আগে কোনো অভিযোগ হয়নি থানায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলছি, পাশাপাশি সন্দেহভাজন আটক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করছি। খুব দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।”
















