নিজস্ব প্রতিবেদক:
‘ওমিক্রন’ ধরনের করোনাভাইরাস সংক্রমিত দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি চট্টগ্রামে আসেন পাঁচ জন। তাদের মধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা গেলেও মিথ্যা মোবাইল নম্বর দিয়ে লাপাত্তা অপর দুইজন। নানাভাবে চেষ্টা চালিয়েও খোঁজ মিলছে না তাদের। তবে তারা চট্টগ্রাম নগরের হালিশহর ও সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে আফ্রিকাফেরত পাঁচ জনের ব্যাপারে ঢাকা থেকে খোঁজ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থান শনাক্ত করা গেলেও বাকি দু’জনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা যে মোবাইল নম্বর দিয়েছেন, তা মিথ্যা। যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারা সুস্থ আছেন এবং তাদের কারও শরীরে করোনার উপসর্গ নেই। এদের একজনের কোয়ারেন্টাইন সময় এরই মধ্যে শেষ হয়েছে এবং একজনের শুক্রবার শেষ হবে। অন্যজন ২০ নভেম্বর চট্টগ্রামে এসেছেন।
এই তিনজনের একজন চট্টগ্রামের বোয়ালখালীর, একজন মিরসরাইয়ের এবং আরেকজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
আর দু’জনের খোঁজ না পাওয়ার বিষয়ে সিভিল সার্জন বলেন, এ ধরনের ঝামেলা যাতে আগামীতে আর না হয়, সে জন্য দক্ষিণ আফ্রিকাফেরত সবার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংরক্ষণে রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে।
















