চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোডে ছয়তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে মিয়ার বাপের মসজিদের পাশের ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
















