নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের চেয়ারম্যান প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে, ওই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ দিদারুল ইসলাম চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
আগামী ২৬ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার কথা ছিল।
গত ২৯ নভেম্বর এই নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুদ্দীন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র আজ প্রত্যাহার করে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর।
মোহাম্মদ দিদারুল আলম কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর জানান, বড়উঠানে মোট দুইজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মো. সাইফুদ্দীন আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে অপরপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
















