নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যুবরণ করেছে একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ।
এর আগে, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর হয়েছে অনেকগুলো গাড়ি। রাত ১২:৩০ এর দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাসের চাপায় নিহত হয় ওই শিক্ষার্থী।
রামপুরা থানার উপ-পরিদর্শক মো.মারুফ জানিয়েছেন, রাত পৌনে এগারটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচা বাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।
















