উপজেলা প্রতিনিধি:
শুনতে ব্যতিক্রম লাগলেও সত্য
ফসলি জমি নষ্ট ও গোলা ভেঙে ধান খেয়ে ফেলায় বন্য হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক অতিষ্ঠ কৃষক।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আধাপাহাড়ি এলাকার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন থানায় এ জিডি করেন।
সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানিয়েছেন, গোলা ভেঙে ধান খেয়ে ফেলায় ভুক্তভোগী এক ব্যক্তি শনিবার থানায় জিডি করার পর পুলিশের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
কৃষক নিপুল কুমার সেনের ভাষ্য, গত মঙ্গলবার ভোর চারটার দিকে ২ থেকে ৩টি বন্য হাতি বসত বাড়ির আঙিনায় থাকা ধানের গোলা ভেঙে প্রায় দেড় টন ধান খেয়ে ফেলে। বাজারমূল্যে আনুমানিক ৪৫ হাজার টাকার ধান হাতিতে খাওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বোয়ালখালীর ওই আধাপাহাড়ি এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম জানান, তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায়ই পাহাড় থেকে বন্য হাতি লোকালয়ে নেমে আসে। তারা ফসলের ক্ষয়ক্ষতি করছে।
















