প্রেস বিজ্ঞপ্তি:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ’ এ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও আজিজুর রহমান মেধাবৃত্তি’ ২১ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষার মানোন্নয়ন উপ-কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, গভর্নিং বডির সদস্য যথাক্রমে আমির আহমদ, সৈয়দ জালাল আহমদ রুম্মান, মোঃ জাফর ইকবাল, অধ্যাপক মোঃ শফিকুর রশিদ, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন অর রশিদ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এইচ এম আবু ওবায়দা, শিক্ষক প্রতিনিধি যথাক্রমে অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক নাজনীন সুলতানা ও শিক্ষার্থী সাইফুল ইসলাম রানা।
প্রধান অতিথির বক্তেব্যে প্রফেসর মোঃ জাহেদুল হক বলেন, ‘ছাত্র-ছাত্রীদের গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করে আলোকিত মানুষ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল করতে হবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ কর্তব্য, সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। এমনকি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সংশ্লিষ্ট সকলকে সকল গরীব মেহনতি মানুষের ঋণ শোধ করার মন মানসিকতা ও সংকল্প করতে হবে।’
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উত্তীর্ণ ২০ জন ছাত্র ছাত্রীদেরকে মোঃ আজিজুর রহমান মেধাবৃত্তি-২১ এর প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা ও সনদ প্রদান করেন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা হয়।
















