হারুনুর রশিদ, আলীকদম প্রতিনিধি:
প্রচার প্রচারণায় জমজমাট আলীকদমের ভোটের মাঠ। বান্দরবানের আলীকদম ৩নং নয়াপড়া ইউনিয়নে ২নং ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ও প্রার্থীর সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে।
সকাল থেকে রাত পর্যন্ত চায়ের দোকান,বাজার,রাস্তাঘাট ও পাড়ায় পাড়ায় চলছে প্রার্থীদের ভোটারের মন জয় করতে নানা প্রতিশ্রুতি আর জমজমাট প্রচার প্রচারণা। জানা গেছে, পোষ্টারে ছেয়ে গেছে নয়াপড়া ইউনিয়নের আনাছে কানাছে। প্রার্থীদের সাথে পিছিয়ে নেই ভোটাররাও। প্রার্থীর ব্যক্তিগত,পারিবারিক থেকে রাজনৈতিক, ভাল মন্দ সবকিছু নিয়ে করছেন চুলছেড়া বিশ্লেষণ।
নির্বাচনকে ঘিরে গণসংযোগ ও প্রচার প্রচারণায় ক্রান্তিহীন সময় পার করছেন স্বতন্ত্র্য প্রার্থী মো:কফিল উদ্দিন ইউনিয়নের পাড়া,মহল্লা,বাড়ী সব জায়গায় ভোটারে দ্বারে দ্বারে ঘুরে নিজেদের বলেন, নির্বাচনে বিজয়ী হলে নাগরিক সেবায় সহযোগিতা করব, জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের জন্য কাজ করবেন বলে জানান।
















