আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৭। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।
শনিবার (২৭ নভেম্বর) র্যাব –৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ব্যবসার খবর পেয়ে শুক্রবার সকালে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযানে যায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরে আব্দুল মান্নানের তথ্য মতে তার নিজ বাড়ির খাটের নিচ থেকে আনুমানিক মূল্য ৪ কোটি টাকা টাকার ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যা তিনি আনোয়ারাসহ আশপাশের এলাকায় বিক্রির চেষ্টা করছিলেন। গ্রেপ্তার আব্দুল মান্নানকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
















