সবুজ অরণ্য :
প্রবাদ আছে ‘নাটক দিন বদলের হাতিয়ার’। আবার মতান্তরে সময়কে ধারন করে নাটক। যুগ যুগ ধরে তাই নাট্যকাররা সমাজে ঘটে যাওয়া নানান অসংগতি তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরার প্রয়াস চালিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতা রক্ষায় প্রত্যক্ষভাবে ভুমিকা রেখে চলছে নাট্য সংগঠনগুলো। তেমনই সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘ সময় ধরে নাট্যচর্চ্চা চালিয়ে যাচ্ছে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় সাংকেতিক নাটক “ডাকঘর”। এটি
তাদের ২১তম প্রযোজনা।
আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর’২১) সন্ধ্যা ৭ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম’র “ল্যাবরেটরী হল” এটি মঞ্চায়িত হবে।
নাটকটি নির্দেশনার দায়িত্বে আছেন সুচরিত খোকন। আলোক পরিকল্পনায় আছেন উপমহাদেশের প্রখ্যাত লাইট ডিজাইনার ঠান্ডু রায়হান। সংগীত পরিকল্পনায় দেবাশীষ রায়।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মহাশ্বেতা দাশগুপ্তা ভাবনা, পার্থ প্রতিম মহাজন, মোহাম্মদ শহিদুল আলম সহিদ, মৌরিন দাশ, বিরাজ সরকার, অর্প বড়ুয়া, টিভান হিলারী, সাথী চক্রবর্ত্তী, মোহাম্মদ অলিউর রহমান এবং সুচরিত খোকন।
দলের পক্ষ থেকে সকল নাট্যমোদীর প্রতি নাটকটি দেখার আমন্ত্রণ জানান মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় এর দলপ্রধান সুচরিত খোকন।
















