নগরীর খুলশী থানার এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহাজাহান (৪২) কে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
গতকাল রবিবার (২১ নভেম্বর’২১) দিবাগত মধ্যরাতে সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান’র নেতৃত্বে ২টি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন। জানা যায় গ্রেফতারকৃত ব্যাক্তি মোহাম্মদ শাহাজাহান (৪২), পিতা-হাজী মোহাম্মদ ইলিয়াছ, মাতা-মৃত গোল ছেহের বেগম, সাং- বালু খালী, সুফির বাপের বাড়ী, ২নং ওয়ার্ড, ৫নং ফালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারের বাসিন্দা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (পিপিএম- সেবা) মোহাম্মদ সালাম কবির।
















