কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও অবৈধ যৌনশক্তি বর্ধনের সিরাপসহ একজনকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
রোববার (২১ নভেম্বর) দুপুরে র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল কক্সবাজার কক্সবাজার কলাতলী হোটেল-মোটেল জোনের একটি দোকানে অভিযান পরিচালনা লাইট হাউজ পাড়ার মো. হোসেনের পুত্র রাকিব উদ্দিন (১৯) কে আটক করা।
পরে ধৃত আসামীর দোকান তল্লাশী করে ৬ টি বিদেশী মদের বোতল ও অবৈধ ২১ টি যৌনশক্তি বর্ধনের সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে, তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত সে তার দোকানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ যৌনশক্তি বর্ধনের সিরাপ বিক্রয় করে আসছে।
আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সদর মডেল থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
















