রাঙামাটির কাপ্তাইয়ে ছিনতাইকালে দুই যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। তারা হল- উপজেলার চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে মো. রানা (২৫) ও রাজ্জাক আলীর ছেলে মোর্শেদ (২৪)।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ২ নম্বর রাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে দুটি দোকান থেকে ছিনতাই করে পালানোর সময় ডংনালা এলাকায় গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয় দুই যুবক। পুলিশ আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাইক নিয়ে ছিনতাই করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুই যুবক। এ ঘটনায় বাইক জব্দ করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
















