নীরব চৌধুরী বিটন ও ফারুক হোসেন (খাগড়াছড়ি):
মানবতার সেবাই এগিয়ে আসতে পারাটাই জীবনের স্বার্থকতা। সেনাবাহিনী পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মকান্ড করে আসছেন।
খাগড়াছড়িতে সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর উপজেলার গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে বিনামূল্য চিকিৎসা ও ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণসহ ৬০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
বক্তব্যে গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে সেবার মান বৃদ্ধিসহ অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে তিনি শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুলর রহমান, এডাব্লিউসি, এএফডাব্লিউসি পিএসসি , জি, রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালক জামাল উদীন, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: আবদুল মালেক, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং মারমা, মাঈন উদ্দিন, হিরণ জয় ত্রিপুরা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরাসহ জনপ্রতিনিধিসহ প্রশাসনিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন বর্তমান সময়ের একটি আলোচিত নাম। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৩ সালের ২২ নভেম্বর নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা, এক টাকার বিনিময়ে খাবার, এক টাকায় চিকিৎসা দিয়েই এই সংগঠনের যাত্রা শুরু।
















