চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ডের ইউনিট সম্মেলনে বক্তাগণ বলেন দলীয় নেতাকর্মীদের কোনো ভাবেই আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে জনকল্যাণমূখী করণে যে শুদ্ধি অভিযানের ডাক দিয়েছেন, তার আলোকে নিজেদেরকে পরিশুদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪টি সাংগঠনিক ওয়ার্ডের যথাক্রমে-২০নং দেওয়ানবাজার (খ ইউনিট), ২২নং এনায়েতবাজার, ৩০নং পূর্ব মাদারবাড়ী, ৩২নং আন্দরকিল্লায় (গ) ইউনিটে সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিট সম্মেলনে বক্তাগণ এ কথা বলেন।
তারা বলেন, আজ প্রতিক্রিয়ার শিবির দেশবিরোধী চক্রান্তে তৎপর হয়েছেন। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এমনকি সম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে।
এদের এখনি প্রতিহত করার সময় এসেছে এবং তা করতে হবে তৃণমূল পর্যায়ের নেতৃত্বে থেকে। তারা আরো উল্লেখ করেন যে, সৎ, ত্যাগী নেতকার্মীরাই পারেন এই গুরু দায়িত্ব পালন করতে।
তাদের সততার উপর নির্ভার দলীয় ভাবমূর্তি সুরক্ষা করা। আজকের তৃণমূল স্তরের নেতৃত্বকে নবীন প্রবীণের সমন্বয়ে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুভ বার্তা বয়ে আনবে।
২০নং দেওয়ানবাজার ওয়ার্ড খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন চৌধুরী বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন ছিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
প্রধান অতিথি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে শাহাদাত হোসেন চৌধুরীকে সভাপতি ও বেলাল হোসেন ছিদ্দিকীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
২২নং এনায়েত বাজার ওয়ার্ড গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, প্রধান অতিথি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শের মোহাম্মদ। প্রধান বক্তা উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চু। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে আবদুল লতিফ পাটোয়ারীকে সভাপতি ও আশীষ চক্রবর্তী বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় কুমার চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান প্রধান বক্তা উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে মো. জসিম উদ্দিন আরমানকে সভাপতি ও অজয় কুমার চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
আগামীকাল দেওয়ান বাজারের গ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবেন।
















