নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন এম এজাজ চৌধুরী ।
বুধবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এ্যাভিনিউ দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।
এম এজাজ চৌধুরী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বর্তমানে।
এ বিষয়ে এম এজাজ চৌধুরী বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতেই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার বিশ্বাস, সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে।’
আগামী ২৩ ডিসেম্বর কুসুমপুরা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
















