চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাদ্দামের বড় ভাই মো. মহসিন বলেন, দুই দিন আগে তাঁর ভাইয়ের জ্বর ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে পেট ফুলে যেতে থাকে। প্রথমে তাকে উপজেলার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। আজ সকাল আটটায় তার মৃত্যু হয়। সাদ্দামের চার বছর বয়সী ছেলে ও এক বছর বয়সী কন্যাসন্তান আছে।
বিআইটিআইডি হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ বখতিয়ার আলম বলেন, গতকালও ১৫ জন ডেঙ্গু রোগী ডেঙ্গু কর্নারে ভর্তি ছিলেন। চলতি বছরে তাদের হাসপাতাল থেকে ১৮১ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছেন।
সাদ্দাম হোসেনের বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায়। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক ও ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।
















