স্টাফ রিপোর্টার :
কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ মো. আজমীর হোসেন নামের এক পুলিশ কনস্টেবল ও শাহ আলম (৩৩) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে দাউদকান্দির টোল প্লাজার আনসার ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তার দেখানো মতে মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. আজমীর হোসেন (৩৫) বাগেরহাট জেলার কলিগামী গ্রামের নুরুল ইসলামের পুত্র। তিনি চট্টগ্রাম বলিরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ ক্যাম্পে কনস্টেবল (নম্বর-১৮৯৮) হিসেবে কর্মরত রয়েছেন।
অপরজন হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা শাহ আলম (৩৩)
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদক আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
















