চট্টগ্রামের পটিয়ায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার জামাইজুরি গ্রামের মুকুন্দ দাশের ছেলে বিমল দাশ (৫৫) ও দোহাজারী গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে নয়ন দাশ (৩৫)।
সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ১২টার পর নয়াহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারায় একটি পিকআপভ্যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে।’
















