অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর জন্য ৪৬ বছর ধরে পানি পান করেননি রিয়াজ উদ্দিন নামে এক কৃষক। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার খবর পেয়ে পানি পান করা বন্ধ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু প্রেমী এই কৃষক রিয়াজ উদ্দিন।
বর্তমানে রিয়াজ উদ্দিনের বয়স ৮৭ বছর। ৪৬ বছর ধরে রিয়াজ উদ্দিন একবারের জন্যও পানি পান করেননি এমন তথ্যই ফেসবুক ও অনলাইন মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
বর্তমানে তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুঁটে আসে সাধারণ মানুষ সহ বিভিন্ন মিডিয়াকর্মীরা। তবে এ বিষয়টি কেন আগে প্রকাশ হয়নি। এছাড়া উনি পানি পান করলেও শরীরে স্যালাইন ব্যবহার করতেন-তা নিয়েও রয়েছে জনমনে নানান প্রশ্ন।
জানা গেছে, ৮৭ বছর বয়সী রিয়াজ উদ্দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। বর্তমানে তিনি ৭০ বছর বয়সী সহ-ধর্মীনি রৌশন আরাকে নিয়ে একটি ভাঙ্গা টিনের দু-চালা ঘরে কোন মতে বসবাস করছেন। মাত্র ২০ শতাংশ বসতভিটেতে তাঁর দুই পুত্র সন্তান ও নাতি-নাতনীদের নিয়ে দিন কাটাচ্ছেন।
পানি খাওয়া রিয়াজ উদ্দিন জানান, “আমার দেশের রাজা শেখ সাহেব মানে বঙ্গবন্ধুকে মেরে ফেলার খবর শুনে আমার চিন্তা হল, দেশের রাজারে মাইরালছে, আমাদেরকে এহন কে খাওয়াবে ? তখন থেকেই আমি পানি পান করা ছেড়ে দিয়েছি। পানি না খেতে খেতে এখন আর পানির পিপাসাও লাগে না।
আর এখন আমার অভ্যাস হয়েগেছে।” স্থানীয়রা জানান, বহু বছর যাবত রিয়াজ উদ্দিন পানি খাওয়া ছেড়ে দিয়েছে। অনেক অনুষ্ঠানে বা দাওয়াতে গেলেও তাকে পানি খেতে দেখা যায় না। সব খাবারই খেতে পারে তবে তিনি পানি বা পানি জাতীয় তরল খাবার খান না। জানিনা উনি পানি ছাড়া কিভাবে বেচেঁ থাকে ? তবে ইদানীং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এলাকার অবসর প্রাপ্ত সরকারি কৃষি কর্মকর্তা একে এম মনসুরুল ইসলাম জানান, আমি আমার মায়ের কাছে শুনেছি যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে রিয়াজ উদ্দিন পানি পান করে না।
এলাকার অনেকেই জানান, পানি পান করায় বহুবার রিয়াজ উদ্দিন অচেতন বা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতেও তিনি পানি পান করেন নি। তবে তাকে বাচাঁতে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে শরীরে বিভিন্ন স্যালাইন দেই। এতে তিনি পুনরায় সুস্থ হন।
রিয়াজ উদ্দিনের বিষয়টি বিভিন্ন মিডিয়া প্রচারিত হলে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদের নেতৃত্বে গত ১১ই নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ৩ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল সরজমিন তদন্ত করতে সেই রিয়াজ উদ্দিনের বাড়িতে যান। সেখানে রিয়াজ উদ্দিনকে নানা ভাবে শারীরিক খোঁজ খবর নেন ও প্রাথমিক পরীক্ষ-নিরীক্ষা করেন। এতে পানি পান না করার বিষয়ে সরজমিন সত্যতার প্রমাণ ফেলেও উঠে আসে পানি না করার পরিবর্তে অসুস্থ হয়ে পড়লে রিয়াজ উদ্দিন স্যালাইন ব্যবহার করতেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, আমরা রিয়াজ উদ্দিনের শারীরিক খোঁজ খবর সহ প্রাথমিক পরীক্ষা করেছি। কোন একটা প্রতিজ্ঞা থেকেই তিনি পানি ছেড়েছেন। আমরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। যাতে তিনি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেন। আর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তাঁর সর্ম্পকে চুড়ান্ত কিছু বলা যাবে না।
















