নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ পনের বছরের আইনি প্রক্রিয়া শেষে এএসআই ইদ্রিস মিয়া হত্যা মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
আজ সোমবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁইঞা এই রায় ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৮ ডিসেম্বর নগরীর চান্দগাঁও বিসিক শিল্প নগরীর বার্জার পেইন্ট কারখানার সামনে থেকে উদ্ধার করা হয় পুলিশের এএসআই মোহাম্মদ ইদ্রিস মিয়ার লাশ।
ঘটনার দিন নোয়াখালী পুলিশে কর্মরত এএসআই ইদ্রিস মিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে যাওয়ার সময় ‘মলম পার্টির’ সদস্যরা অটোরিক্সায় তাকে খুন করে চান্দগাঁও থানার বিসিক শিল্প নগরীর বার্জার পেইন্ট কারখানার সামনে সড়কের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় চান্দগাঁও থানার তৎকালীন এসআই পেয়ার আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর এ ঘটনায় আটক করা হয় অটোরিক্স চালক জাকির হোসেনকে। আদালতে জাকির হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উক্ত ঘটনায় ২০১২ সালে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী গণমাধ্যমকে জানান, পুলিশের এএসআই মোহাম্মদ ইদ্রিস মিয়া হত্যার ঘটনায় জাকির হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দোষী সাব্যস্ত না হওয়ায় বিচারক অভিযুক্ত অপর ছয় আসামিকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ প্রদান করেন। এ মামলায় মোট ৩৮ জনকে সাক্ষী করা হয়।
















