নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধিন মার্কেট গুলোতে দোকান বরাদ্দের জন্য যুগোপযোগী যে নীতিমালা প্রণীত হচ্ছে তা অনুসরণের মাধ্যমে চসিকের মার্কেটগুলোর দোকান বরাদ্দের প্রক্রিয়া সুশৃঙ্খল হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ (১৫ নভেম্বর) সোমবার দুপুরে নগরীর টাইগারপাস নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মার্কেট উপ-আইন খসড়া পর্যালোচনা পরবর্তী মতামত সভায় একথা বলেন।
মেয়র বলেন, দোকান বরাদ্দের প্রণীত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে নির্মিত মার্কেটে ক্ষতিগ্রস্থদের অগ্রাধিকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধীদের জন্য একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ দেয়ার যে বিধান রয়েছে তা যথাযথভাবে প্রতিপালন করা হবে।
তিনি আরো বলেন, ইতোপূর্বে কয়েকটি সিটি কর্পোরেশনে
মন্ত্রাণালয়ের অনুমোদনের ভিত্তিতে মার্কেট উপ-আইন প্রণীত হয়েছে, যা প্রয়োগ করা হচ্ছে। অথচ চসিক বার বার নীতিমালা প্রণয়নে দীর্ঘসূত্রীতার আবর্তে পড়ে আছে। দীর্ঘদিন পরে হলেও চসিকের এই নীতিমালা প্রণয়নে মার্কেট বরাদ্দ ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ কর্পোরেশন উর্ধ্বতন কর্মকর্তাগণ।
















