হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। রবিবার হাটহাজারী পৌরসভায় ডায়াবেটিস সমিতি হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভা ও র্যালী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এম এ সালাম।
তিনি বলেন, স্বাস্থ্য সকল সুখের মুল। স্বাস্থ্য ঠিক না থাকলে কোন মানুষ ভালো থাকতে পারেনা। আর এ স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রত্যক মানুষকে প্রতিনিয়ত পরিমিত খাওয়ার খেতে হবে। স্বাস্থ্য, সচেতনতার অভাবে নানা রোগে আক্রন্ত হয়ে থাকে মানুষ।
তাই প্রত্যক মানুষকে স্বাস্থ্য ঠিক রাখতে ভেজাল ও অপরিমিত খাওয়ার পরিহার করতে হবে। প্রত্যক মানুষ যদি নিয়ম মেনে খাওয়ার গ্রহন করে তাহলে বিভিন্ন রোগ থেকে পরিত্রান পাওয়া যাবে। তিনি স্থায়ী ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্টার জন্য জায়গা প্রদানের জন্য আশ্বাস দেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,সিনিয়র মেডিকেল অফিসার আতাউল গণি পারভেজ ও টিপু সুলতান।
ডায়াবেটিস হাসপাতালের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী এর সভাপতিত্বে এবং সমিতির আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদের সঞ্চালনায অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতি সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর কফিল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তোলোয়াত করেন হাফেজ মাওলানা নুরুদ্দীন।
অনুষ্টানের পূর্বাহৃে একটি র্যালী ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
















