নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় হানিফ হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল প্রকাশ ভাণ্ডারীকে (২১) আটক করেছে র্যাব।
আটক সোহেল শরীয়তপুর জেলার নইরা এলাকার রহমান আলী বাড়ির মো. আমির হোসেন ছেলে।
আজ রবিবার (১৪ নভেম্বর) সকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ৮ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনির তরুণ সংঘ মাঠের পাশে বায়তুল আমান জামে মসজিদের সামনে ছুরিকাঘাতে মো. হানিফ নামে এক যুবক নিহত হয়। এসময় নিহতের আরেক ভাই অনিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।
পরদিন ৯ নভেম্বর নিহত মো. হানিফের ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে খুলশী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
















