হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ভবন উদ্বোধন পরবর্তী এক মতবিনিময় সভা স্হানীয় ইউপি চত্বরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বলেন বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গুমানমর্দন ইউনিয়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের ভবন নির্মাণ করেছেন। যাতে করে গ্রামের মানুষ সহজে সেবা পেতে পারে।বিশেষ করে মা ও শিশু এ কেন্দ্রে যথাযথ সেবা গ্রহন করতে পারবে।
বর্তমান সরকারের প্রধান মন্ত্রী নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন এ দেশের প্রত্যন্ত এলাকার লোকজনের স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা। সরকার গঠনের পর তিনি দেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করছেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃএ,এস,এম ইমতিয়াজ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ কাউসার আক্তার পপি, চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালে অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিরাজদ্দৌল্লাহ চৌধুরী, আ’ লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী, মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, মেখল ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী।
গুমানমর্দ্দন ইউপি সচিব আবু তৈয়ব এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরহাট কলেজ গভর্নিং বডির সদস্য আকবর হায়দর চৌধুরী, সাংসদের ব্যাক্তিগত কর্মকর্তা সৈয়দ মনজুরুল আলম মঞ্জু। মুক্তিযোদ্ধাগন, পরিবার পরিকল্পনা সদস্যবৃন্দ, গনমাধ্যম ব্যাক্তি, ইউপি মেম্বারগন,স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
















