নগরীর লালখান বাজার এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক মো. আশরাফ ও হেলপার মো. হানিফকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার,১৩ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই ) সুলভ বিশ্বাস।
তিনি বলেন,ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চলন্ত বাস থেকে আব্দুল হামিদ (৫৫) ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় আজ শনিবার চালক ও হেলপারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি আব্দুল হামিদ নিজেই।
গতকাল আব্দুল হামিদ দুই নম্বর গেইট থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ টাকা ভাড়া দেন। হেলপার তার কাছ থেকে ৮ টাকা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাস হেলপার হামিদকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন।
ঘটনার পর টাইগারপাস থেকে পুলিশ চালক ও পরে হেলপারকে আটক করে।
















