রাজশাহীতে করোনার হার বেড়ে যাওযায় আজ শুক্রবার (১১ জুন) ভোর থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ এ সময়কালে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল প্রকার রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে৷
বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান৷
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল প্রকার রেল চলাচল বন্ধ থাকবে।